ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের ৯ ছক্কার ইনিংসে ঢাকার ১৭৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
সাব্বিরের ৯ ছক্কার ইনিংসে ঢাকার ১৭৭

শৃঙ্খলাভঙ্গের দায়ে খেলতে পারেননি প্রথম তিন ম্যাচে। একাদশে ফিরেছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে, কিন্তু সেই ম্যাচে কেবল ২ রানই এসেছে তার ব্যাট থেকে।

তবে আজ চিটাগাং কিংসের বিপক্ষে জাত চেনালেন সাব্বির রহমান। ৯ ছক্কায় ৮২ রানের ঝোড়ো ইনিংসে ঢাকা ক্যাপিটালসকে এনে দিলেন লড়াই করার মতো পুঁজি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রান করেছে ঢাকা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। দ্বিতীয় ওভারে আলিস আল ইসলামের বলে স্টাম্পিংয়ের শিকার হন ওপেনার জেসন রয়। স্টিফেন এসকিনেজি (৫) ও শাহাদাৎ হোসেন দিপুও (৯) বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই ফেরেন খালেদ আহমেদের শিকার হয়ে।

চাপের মুখে চতুর্থ উইকেটে তানজিদ হাসান ও সাব্বির মিলে গড়েন ৬৩ রানের জুটি। তানজিদ একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও উইকেটে এসেই ছক্কাবৃষ্টি চলে সাব্বিরের। দুজনেই পান ফিফটির দেখা। তবে ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৪ রান করা তানজিদকে তুলে নিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম।

সাব্বির তার তাণ্ডব চালিয়ে যান ইনিংসের শেষ পর্যন্ত। ৩৩ বলে ৩ চার ও ৯ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। বিপিএলে এর আগেও এক ইনিংসে ৯ ছক্কা হাঁকিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। ৯ বছর আগের সেই ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে খেলেন ১২২ রানের ইনিংস। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরি।

এদিকে চিটাগাংয়ের হয়ে ৪ ওভারে কেবল ২১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খালেদ।

বাংলাদেশ সময় :  ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।