ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর কলকাতায় জয়ের খোঁজে এসেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডস।

তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই খেলতে নামছে টাইগাররা।

ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদকে বাদ দিয়েছে বাংলাদেশ। খেলছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লেডে, ওয়েসলি বারেসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।

 

বাংলাদেশ একাদশ: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।