ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে ফেরা হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানপাহাড়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
ইনজুরি কাটিয়ে ফেরা হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানপাহাড়

২০২৩ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে হাতে আঘাত পেয়েছিলেন ট্রাভিস হেড। সেই আঘাতে তার হাতের হাড় ভেঙে গিয়েছিল।

যে কারণে বিশ্বকাপে দলের প্রথম পাঁচ ম্যাচে মাঠে নামতে পারেননি এই অজি ব্যাটার। ষষ্ঠ ম্যাচে ফিরলেন এবং ওপেনার হিসেবে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম যুক্ত করলেন হেড। আর তাতে ভর করে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।  

ধর্মশালায় আজ টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তাদের এই সিদ্ধান্ত যে ভুল, তা শুরু থেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনের জুটিতে আসে ১৭৫ রান। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন হেড। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির করা টানা দুই নো বলে ফ্রি হিট পেয়ে ছক্কা মারেন তিনি। পরে ইনজুরি কাটিয়ে ফেরা এই ব্যাটার মাত্র ৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে মাত্র ২৫ বলে ফিফটি হাঁকান তিনি, যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে দ্বিতীয় দ্রুততম।

হেড ঝড় তুললেও কম যাননি ওয়ার্নার। ঝোড়ো এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ডের ফিল্ডাররা অবশ্য দুইবার ওয়ার্নারের ক্যাচ মিস করেছেন। যার খেসারত দিতে হয়েছে রানবন্যায় ভেসে। প্রথম ১৩ ওভারে ১১টি ছক্কা হজম করেছেন কিউই বোলাররা। ওয়ার্নার মাত্র ৬৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮১ রান করে কিউই পেসার গ্লেন ফিলিপসের বলে আউট হন। হেডও সেঞ্চুরি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি। ৬৭ বলে ১০৯ রান করে ফিলিপসের বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। ১০টি চার ও ৭টি ছক্কায় সাজানো তার ইনিংসটিই অজিদের ইনিংসের মূল ভিত্তি। এরপর বাকিরা সেই ভিত্তির ওপর গড়েন বিশাল সংগ্রহ। মিচেল মার্শ (৩৬), স্টিভেন স্মিথ (১৮) ও মার্নাস লাবুশেন (১৮) ঝড় তুলতে না পারলেও গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে এসেই তাণ্ডব চালান।

মাত্র ২৪ বলের মোকাবিলায় ৪১ রান করে কিউই পেস অলরাউন্ডার জিমি নিশামের বলে আউট হন ম্যাক্সওয়েল। স্বল্পস্থায়ী ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো। তবে তার বিদায়েও অস্ট্রেলিয়ার রানের চাকায় বাঁধ সাধতে পারেনি কিউইরা। উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ২৮ বলে করেছেন ৩৮ রান। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১৪ বলে ৩৭ রান করে সংগ্রহটাকে নিয়ে ৪০০ ছুঁইছুঁই দূরত্বে। ব্যাট হাতে ৪টি ছক্কা ও ২টি চারে ইনিংসটি সাজান কামিন্স। কিন্তু তারপরও ৫০ ওভার পূর্ণ করতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ৪ বল হাতে রেখেই।

বল হাতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া স্পিনার মিচেল স্যান্টনার ২টি এবং ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও নিশাম।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।