ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভক্তদের ‘ভুয়া’, ‘ভুয়া’ দুয়ো নিয়ে সাকিব বললেন ‘এটা ডিজার্ভ করি’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস), কলকাতা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
ভক্তদের ‘ভুয়া’, ‘ভুয়া’ দুয়ো নিয়ে সাকিব বললেন ‘এটা ডিজার্ভ করি’

সাকিব আল হাসানের জন্য বেশ কঠিন সময়ই কাটছে এখন। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়েছিলেন।

দলও খুব একটা ভালো করতে পারেনি। ছয় ম্যাচে কেবল এক জয় তাদের। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় ফিরে যান সাকিব। সেখানে গিয়ে দুদিন অনুশীলন করেন ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিম।  

তবে সেটা কাজে আসেনি। মিরপুরে অনুশীলন শেষে বের হওয়ার সময় দর্শকরা সাকিবের উদ্দেশ্যে ‘ভুয়া’, ‘ভুয়া’ দুয়ো দেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে আউট হন। দলও হারে। এ ম্যাচের পরও দেখা যায় একই রকম দৃশ্য। এ নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘হতাশাজনক। কিন্তু তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও রাইটস আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা ডিজার্ভ করি। ’ 

১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার বাংলাদেশ খেলছে নিজেদের সপ্তম বিশ্বকাপ। কিন্তু কোনোটিতেই সেমিফাইনালে খেলতে পারেনি। এবার সেমিতে খেলার কথা বেশ জোরেসোরে শোনা গেলেও তিন ম্যাচ বাকি থাকতেই প্রায় সব সম্ভাবনা শেষ। কীভাবে হলে সেমিতে খেলতে পারবে বাংলাদেশ?

উত্তরে সাকিব বলেন, ‘এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে করলে হয়তো বদলটা আসবে। কিন্তু এখন  আসলে এগুলো বলার টাইম না। ’

‘যেটা আপনি বললেন ২৪ বছরে সেমিফাইনালে খেলতে পারিনি। অন্তত আমাদের দেশের মানুষরা যেভাবে ক্রিকেটটা পছন্দ করে, সবাই ক্রিকেটের প্রতি যেভাবে ফোকাস করে থাকে আমাদের আরও ভালো করা উচিত ছিল। ’

বাংলাদেশ সময় : ২৩১৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।