সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাংলাদেশের নতুন লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করা।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে এসেছে একটি পরিবর্তন। শেখ মাহাদীর জায়গায় খেলবেন তাওহীদ হৃদয়। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এএইচএস