পা দুটো সায় দিচ্ছিল না খুব। তা সত্ত্বেও ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংসের জন্ম দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ১১ নভেম্বর পুনেতে বাংলাদেশের বিপক্ষে। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে এই ম্যাচ জয় হবে সর্বোত্তম সমাধান। অন্যথায় হারের ব্যবধান রাখতে হবে ছোট, সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে।
এই ম্যাচে ম্যাক্সওয়েলকে কোনোমতেই জ্বলে উঠতে দিতে চাইবে না বাংলাদেশ। তবে অজি ব্যাটারের খেলা নিয়ে আশাবাদী জশ হ্যাজেলউড। ডানহাতি এই পেসার বলেন, ‘হ্যাঁ, আমি তাই (খেলবে) মনে করি। এটি আপনার হাইড্রেশন পাওয়ার ব্যাপার এবং আপনার ওজনকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না সে খুব বেশি কিছু করবে এবং কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে। ’
বাংলাদেশের বিপক্ষে এর আগে দুটো ওয়ানডে খেলেছেন ম্যাক্সওয়েল। দুটোই আইসিসি ইভেন্টে তবে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন কেবল একটিতে। গত বিশ্বকাপের সেই ম্যাচে শুরুতে ঝড় তুললেও রানআউটের শিকার হয়ে মাত্র ৩২ রানে ফিরতে হয় তাকে। ১০ বলে ২ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এএইচএস