ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ক্রিকেট

প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন

ব্যাটারদের সাফল্যে ৩০০ ছাড়ানো সংগ্রহ দাঁড় করানোর পর বোলিংয়ের শুরুটাও ভালোই হয়েছে বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে অজি ওপেনার ট্রাভিস হেডকে (১০) বোল্ড করে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১২ রান।

ভারতের পুনেতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে অজিদের সামনে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৭৪ রান করেছেন তাওহীদ হৃদয়। অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৫)। এছাড়া দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস দুজনেই করেছেন ৩৬ রান। শেষদিকে বলার মতো রান পেয়েছেন কেবল মেহেদি হাসান মিরাজ (২৯)।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।