ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের হয়ে খেলতে আসছেন ডুসেন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
রংপুরের হয়ে খেলতে আসছেন ডুসেন

এবারের বিপিএলে একের পর এক চমক দিচ্ছে রংপুর রাইডার্স। দলটিতে ইতোমধ্যেই খেলতে এসেছেন বাবর আজম-মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররা।

এখানেই থামছে না দলটি।

একবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে আসবেন দক্ষিণ আফ্রিকান তারকা রাসি ফন ডার ডুসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ বড় নাম ডুসেন। ১৭৫ ম্যাচ খেলে ৩৫.৫৮ গড় ও ১৩০.০৫ স্ট্রাইক রেটে ৪৯১১ রান করেছেন তিনি। ৪৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৭১ রান এসেছে তার ব্যাট থেকে।

এদিকে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি রংপুরের। চার ম্যাচের দুটিতে হেরেছে তারা। এখন পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে। মঙ্গলবার পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।