হাফ সেঞ্চুরিতে অভিষেকটা দারুণভাবে রাঙান স্যাম কনস্টাস। তার চেয়েও বড় কথা, জাসুপ্রিত বুমরাহর মতো বোলারকে স্কুপ ও রিভার্স স্কুপে ছক্কা মেরে চমকে দেন ১৯ বছর বয়সী এই ওপেনার।
তবে সিডনি টেস্টের প্রথম দিন বুমরাহর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় কনস্টাসকে। কিন্তু এর ঠিক পরের বলেই উসমান খাজাকে শিকার করে তার দিকে তাকিয়ে উদযাপন করেন বুমরাহ। ভারতীয় এই পেসারকে রাগান্বিত করাটা যে ভুল ছিল তা বুঝতে পারছেন কনস্টাস।
ট্রিপল এমের সঙ্গে আলাপচারিতায় অজি ওপেনার বলেন, ‘ (বুমরাহর সঙ্গে তর্কের পর) আমি খুব একটা বিচলিত হইনি। দুর্ভাগ্যবশত উজি (খাজা) আউট হয়ে যায়। সে কিছুটা সময় নিয়ে খেলার চেষ্টা করছিল। সম্ভবত এটি আমারই ভুল ছিল, তবে এমনটা হয়ই, এটাই ক্রিকেট। বুমরাহকে কৃতিত্ব দিতে হবে কারণ সে উইকেট পেয়েছে। তবে দল হিসেবে অবশ্যই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি আমরা। ’
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে ওপেনিং জুটি নিয়ে কোণঠাসা ছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেননি উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। তাই ম্যাকসুয়েনির পরিবর্তে মেলবোর্ন টেস্টের স্কোয়াডে স্যাম কনস্টাসকে স্কোয়াডে যোগ করে অস্ট্রেলিয়া।
সেই দুঃখ দ্রুতই ভুলিয়ে দেন কনস্টাস। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান করেন তিনি। খাজার সঙ্গে তার উদ্বোধনী জুটিতে ৮৯ রান পায় অস্ট্রেলিয়া। পরের ইনিংসে অবশ্য ৮ রান করে বুমরাহর বলেই ফিরতে হয় তাকে। সিডনি টেস্টে ২২ ও ২৩ রান আসে ১৯ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এএইচএস