ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘যুদ্ধে নামলে গুলি খেতেই হবে’, ইনজুরি নিয়ে নাহিদ রানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
‘যুদ্ধে নামলে গুলি খেতেই হবে’, ইনজুরি নিয়ে নাহিদ রানা ছবি: সংগৃহীত

শরীরের অবস্থা কেমন? প্রশ্নের উত্তর নাহিদ রানা দিলেন এক শব্দে, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ’ গত কয়েক মাস ধরে এই পেসারকে নিয়ে উচ্ছ্বাসের কথা শোনা যাচ্ছে অনেক।

ভর করছে নানা শঙ্কাও। বাংলাদেশে দ্রুতগতিতের বোলার মানেই ওই শঙ্কাটা অবধারিতই।

মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এবাদত হোসেন...তালিকাটা বেশ দীর্ঘই। এবারের বিপিএলেও নাহিদ রানা বেশ ভালো করছেন। ৫ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। মঙ্গলবারও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদ।  

এ ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার পর তাকে নিয়ে যে ইনজুরি শঙ্কা, সেটি জানানো হয়েছিল নাহিদকে। অনেকটা যেন নির্ভারই থাকলেন তিনি। নিজের হাতে যা আছে, তা করছেন জানিয়ে প্রস্তুতির কথা শোনালেন যেকোন কিছুর জন্য।

নাহিদ বলেন, ‘প্রথমে যেটা বললেন যে, ইনজুরি। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ। ’ 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এলে টানা ক্রিকেট খেলতে হয় স্বাভাবিকভাবেই। গত এক সপ্তাহেই তিনি খেলেছেন পাঁচটি ম্যাচ। এর আগে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতেও ছিলেন। এখন বিপিএলের সময়ে তার সঙ্গে বিসিবির যোগাযোগ কেমন?

নাহিদের উত্তর, ‘আমাদের জাতীয় দলের বায়েজীদ ভাই ফিজিও আছে; উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর দলে সজীব ভাই আছে, উনার সঙ্গে কথা হয়। তো জাতীয় দলের ফিজিওর সঙ্গে অবশ্যই কথা হয়। ’

‘দেখেন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তো তারপরে বিরতি পেয়েছি, খেলি নাই। বিসিবির একটা ছিল যে, তোমাকে মেইনটেইন করবো এবং পরিকল্পনা দিয়েছে যে তুমি এভাবে ফিটনেস মেইনটেইন করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বোলিং ঠিক আছে এবং ফিল করতেছি যে শরীর ঠিক আছে। এমনভাবে কিছু আসে নাই বিসিবি থেকে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।