বাউন্সারে বল ব্যাটে লেগে আটকে গেল হেলমেটে। স্ট্রাইকে থাকা ব্যাটার তানজিদ হাসান তামিম দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন।
ঘটনাটি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের। ডাচ পেসার ভিভিয়ান কিংমার করা ওই ওভারের পঞ্চম বলটি হঠাৎ লাফিয়ে উঠে। পুল শট খেলতে গিয়ে দেরি করে ফেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ। বল ব্যাট ছুঁয়ে তার হেলমেটে আটকে যায়।
যদিও তানজিদ নিজে প্রথমে ভেবেছিলেন বল উপরে উঠে গেছে। কিন্তু চোখ খুলে দেখেন তার হেলমেটের ফেইসগার্ডের মাঝে আটকে গেছে বল। সে সময় তড়িঘড়ি হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডার ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন তানজিদ। বাঁহাতি এই ব্যাটারের এই তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা চলছে ক্রিকেটমহলে।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে আইসিসিও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্যাপশনে লিখেছে, 'শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। '
তানজিদ সত্যিকার অর্থেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ক্রিকেটের নিয়মে তার হেলমেট থেকে বল নিয়ে প্রতিপক্ষ দল আউটের আবেদন করতে পারত। তানজিদ সে সুযোগ দেননি। পরে কনকাশন পরীক্ষায়ও উতরে গেছেন তিনি।
ম্যাচ শেষে ওই ঘটনা নিয়ে তানজিদ বলেন, 'বলটা বাড়তি বাউন্স করার ঠিকমতো ব্যাটে-বলে করতে পারিনি এবং তা হেলমেটে আটকে যায়। আমি ঠিক ছিলাম। আমি ভাবছিলাম, বল হয়তো ওপরে উঠে গেছে। কিন্তু পরে দেখি চোখের সামনে হেলমেটে আটকে আছে। ওই সময় আমি ভাবলাম, প্রতিপক্ষ দলের কেউ হয়তো বল ধরে আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। '
তানজিদ এদিন ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন। ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশও ম্যাচটি জিতে সুপার এইটের পথে এগিয়ে গেছে অনেকটাই।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এমএইচএম