টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে সদ্যই। এর আগে তিনটি ফিফটি করলেও পেশাদার ক্রিকেটে কখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি।
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের অনার্স বোর্ডে অবশ্য আগে দুবার নাম আছে অ্যাটকিনসনের। নিজের অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট ও ম্যাচে ১০ উইকেটের বেশি শিকার করেছেন ডানহাতি এই পেসার। আজ সেঞ্চুরি করে ঢুকে গেলেন বিরল এক ক্লাবে।
লর্ডসের তিন অনার্স বোর্ডে অ্যাটকিনসনের আগে নাম আছে গ্যাবি অ্যালেন, কিথ মিলার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও ইয়ান বোথামের। ১০৩ বলে সেঞ্চুরি করা অ্যাটকিনসন থামেন ১১৫ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১১৮ রান নিয়ে। তার ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৭ রান করেছে ইংল্যান্ড।
জবাব দিতে নেমে অবশ্য ধুঁকছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৭ রান।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এএইচএস