ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাইরের বিষয়ে বিভ্রান্ত নয় দল, বলছেন সিমন্স

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বাইরের বিষয়ে বিভ্রান্ত নয় দল, বলছেন সিমন্স

প্রশ্নটা শেষ হওয়ার আগেই যেন থামিয়ে দিতে চাইলেন মিডিয়া ম্যানেজার। ফিল সিমন্সের কাছ থেকে উত্তর আসার আগেই তিনি বললেন, ‘ক্রিকেট ম্যাচের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই!’ এরপর আর কিছুই বললেন না দলের সঙ্গে এই সিরিজের আগেই যোগ দেওয়া হেড কোচ।

 

প্রশ্নটি ছিল নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে। অল্পদিন দায়িত্ব নিলেও এখন সিমন্সই দলের হেড কোচ। তার সঙ্গে কোনো আলোচনা কী হয়েছে অধিনায়কত্ব ছাড়া নিয়ে? এই প্রশ্নের উত্তর দেননি সিমন্স। তবে বাংলাদেশ দলের মাঠের বাইরের আলোচনা এখানেই সীমাবদ্ধ নয়।  

এই সিরিজ শুরুর আগে সাকিব আল হাসান খেলবেন কি না এ নিয়ে হয়েছে নানা নাটকীয়তা। এর আগে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বরখাস্ত হয়েছেন নাটকীয়ভাবে। এসব ঘটনা কি ক্রিকেটারদের কিছুটা বিভ্রান্ত করে রাখে? ২ উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩০৭ রান করার পর ছিল এমন প্রশ্ন।

উত্তরে সিমন্স বলেন, ‘আমি জানি না যখন ব্যাপারগুলো দূরের হয়, তারা বিভ্রান্ত হয় কি না। কিন্তু যখন এগুলো আমাদের সঙ্গে থাকে, তখন আমরা হাতে যা আছে তা করার দিকেই নজর দিই। কীভাবে প্রস্তুতি নেবো ম্যাচের জন্য, দুই দিন কেমন অনুশীলন করবো এসবে। ’ 

‘এরপর আজকে সকালে, টস জিতলে কী করবো; আমাদের কী করা দরকার। এজন্য আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি কী নিয়ন্ত্রণ করতে পারবো সেদিকে। যদি তারা বাইরের কোনো বিষয়ে বিভ্রান্ত হয়, আমি বলতো পারবো না। ’

প্রথম ম্যাচের দিন চারেক আগে দলের সঙ্গে যোগ দেন সিমন্স। ওই টেস্টে বাংলাদেশ হারে ৭ উইকেটে। মিরপুর টেস্টে যে খুব বেশি কিছু তার হাতে ছিল না, সেটি জানিয়েছেন সিমন্স। তবে চট্টগ্রাম টেস্টে কিছু কিছু নিজের ভাবনা জানিয়েছেন। এমনতি এত দ্রুত দলের মধ্যে নিজের দর্শন বাস্তবায়ন কতটা কঠিন?

সিমন্স বলেন, ‘আপনার আইডিয়া বাস্তবায়ন করা সহজ না, যখন আপনি কেবল আট-দশ দিন ধরে আছেন। কিন্তু আপনি যেটা বলতে পারবেন টেস্ট ক্রিকেটের ব্যাপারে ভাবনা ও কীভাবে এটা খেলতে হয়। কীভাবে আমরা মাঠে গিয়ে সবকিছু দিতে পারি, ব্যক্তিগতভাবে আমা মনে হয় আজকে আমরা সেটা করেছি। ’

‘এখন আপনি কেবল এটাই করতে পারবেন। আমার দর্শনের মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি ঠিকঠাকভাবে। আমরা কঠোর অনুশীলন করি আর মাঠে সবকিছু দেই। আজকের দিনটা কঠিন ছিল কিন্তু কালকে আমরা ফিরে আসবো। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।