ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজীবন নিষিদ্ধ বাদল

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
আজীবন নিষিদ্ধ বাদল

ঢাকা: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি  পরিচালকদের নিয়ে অশালীন মন্তব্য করার কারণে  সবধরনের  ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবনের জন্যে নিষিদ্ধ হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল।  

মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিসিবির ডিসিপ্লিনারি কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এছাড়া খেলা চলাকালীন ম্যাচ অফিসিয়ালদের ভয়ভীতি দেখানোর অভিযোগে ক্লাবটির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটুকে ৫ বছরের জন্য এবং সাব্বির আহমেদ রুবেলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এর  আগে মঙ্গলবার  সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর বৈঠকে তার অশালীন মন্তব্যের জন্যে প্রিমিয়ার ক্রিকেট লিগের সবধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তার আচরণের জন্যে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে  বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দেয়।

এসময় সিসিডিএমের চেয়ারম্যান  আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘তিনি ৩ ডিসেম্বর বিসিবি সভাপতি ও পরিচালকদের নিয়ে যে ভাষায় মন্তব্য করেছেন তা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। এই কারণেই তাকে আমরা প্রিমিয়ার লিগ থেকে সাময়িক বহিষ্কার করেছি এবং এই আচরণের জন্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে সুপারিশ করেছি। ’

এরপর  রাত সোয়া ১০টার দিকে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সভা বসে। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে রাত সাড়ে ১১টা নাগাদ লিজেন্ডস অব  রূপগঞ্জ ক্লাবের মালিক লুৎফর রহমান বাদলকে আজীবন নিষিদ্ধের সিদ্ধান্ত বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়।

তবে এই বিষয় নিয়ে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘এটা আসলে প্রেস্টিজ ইস্যু এ বিষয়ে কনসিডার করার সুযোগ নেই। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। বাকিটা প্রেস রিলিজে আছে পড়ে নেবেন। ’

মঙ্গলবার সন্ধ্যায় সিসিডিএমের বৈঠক  শুরুর আগে  বিকেল পাঁচটা নাগাদ তার গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে  লুৎফর রহমান বাদল তার অশালীন বক্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করেন।

বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দশম রাউন্ডের খেলায় ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। উদ্ভূত পরিস্থিতে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হতে বাংলানিউজের পক্ষ থেকে লুৎফর রহমান বাদলের সঙ্গে  যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যা বলার বিকেলে বলেছি এখন এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাইছি না। ’

কি মন্তব্য করেছিলেন বাদল?

গত ৩ ডিসেম্বর বিকেএসপিতে  লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংকের খেলা শেষে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্পর্কে বাজে মন্তব্য করে বলেন, ‘উনি মুখে অনেক কথায় বলেন কিন্তু উনার চাকুরে দিয়ে সবকিছুই নিয়ন্ত্রণ করান। ওই  যে মল্লিক আছে না তার চাকর সেই সবঠিক করে কে আম্পায়ার হবে আর খেলা কোথায় হবে। ’

বিসিবির পরিচলক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের  ক্রিকেটের কলঙ্ক  বলে অভিহিত করে লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক বলেছিলেন, ‘ও কোথায় নেই বিসিবি পরিচালকের পদ থেকে শুরু করে ক্লাব কর্মকর্তা, কোচ সবখানে আছে, নেই শুধু বিসিবির অফিস সহকারী রুস্তমের পদে। ’

সেই ম্যাচে লিজেন্ডস অব  রূপগঞ্জ প্রাইম ব্যাংকের কাছে ৯৫ রানে হেরেছিল।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা,  ডিসেম্বর ১০, ২০১৪

** প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার বাদল
** দুঃখ প্রকাশ করলেন বাদল
** বাদলকে ‘আবর্জনা’ বললেন সুজন
** বাদলকে বহিষ্কারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।