ঢাকা: সোহাগ গাজীর বোলিং নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১০ম রাউন্ডের খেলায় ওল্ড ডিওএইচএসকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
স্কোর: ওল্ড ডিওএইচএস ১৫৫/৯ (৪৫ ওভার)
জয়রাজ শেখ ইমন ৬১
সোহাগ গাজী ২৭/৫
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫৮/৪ (৪২.২ ওভার)
মাইসুকুর রহমান ৮৩
সনজিদ শাহ ২১/২
বুধবার (১০ ডিসেম্বর) সকালে কুয়াশার কারণে আধঘণ্টা দেরিতে খেলা শুরু হয়।
তবে কুয়াশা ভেজা বৈরী আবহাওয়ায় শুরুটা একদম খারাপ করেননি ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার রুবেল মিয়া এবং শাহনাজ আহমেদ। ওপেনিং পার্টনারশিপেই আসে ৪৬ রান। ১৮ ওভারের শুরুতেই সজীব দত্তের বলে রুবেল মিয়া মাইসুকরের হাতে ধরা পড়লে প্রথম উইকেট হারায় ওল্ড ডিওএইচএস। এর পাঁচ রান পরেই দলীয় ৫১ রানের মাথায় নাহিদ শাহনাজ আহমেদের উইকেট তুলে নিলে দ্বিতীয় সাফল্য পায় শেখ জামাল।
২৬ ওভারের শেষ বলে সজীবের উইকেট তুষার ইমরান তুলে নিলে ওল্ড ডিওএইচএসের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৭৪ রান।
এরপর থেকেই সোহাগ গাজীর যাদুতে বিপর্যস্ত ওল্ড ডিওএইচএস। সোহাগ একে একে তুলে নেন নাহিদুজ্জমান, এহসানুল হক, হোসাইন রনি, সানজিদ শাহ, আবু জুনায়েদের উইকেট। শেষ পর্যন্ত সোহাগ নয় ওভার বোলিং করে ২৭ রান দিয়ে পাঁচ উইকেট।
মূলত সোহাগের বোলিং তোপেই ৪৫ ওভারে নয় উইকেটে ১৫৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ওল্ড ডিওএইচএস।
১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়নি শেখ জামালের। ৩২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ধানমন্ডির দলটি। তবে মাইসুকরের ৮৩ রানের সুবাদে শেষ পর্যন্ত চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
সাকিবের কাছে মুশফিকের হার
ফতুল্লায় সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৮ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে।
স্কোর: লিজেন্ডস অব রূপগঞ্জ ২১১ (৩০.১ ওভার)
তামিম ইকবাল ৪৫
আশরাফ জায়েদি ৪৭
সাকিব আল হাসান ৩০
ইলিয়াস সানি ২৯/৩
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৮৩ (৩০ ওভার)
ডেভিড ম্যালান ৩০
সাকিব আল হাসান ২৭/৪
কুয়াশার কারণে তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় খেলা ৩১ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করার সিদ্ধান্ত নেন।
তামিম ইকবালের ৪৫, আশরাফ জায়েদির ৪৭ এবং সাকিব আল হাসানের ৩০ রানের ইনিংসের কল্যাণে লিজেন্ডস অব রূপগঞ্জ ২১২ রানের টার্গেট ছুড়ে দেয় মুশফিক বাহিনীর সামনে।
তবে সে টার্গেটের পেছনে ছুটতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৮৩ রানে অল আউট হয়ে যায় প্রাইম দোলেশ্বের স্পোর্টিং ক্লাব। সাকিব ২৭ রানে নেন ৪ উইকেট।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বের ১০, ২০১৪