ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের অস্ত্রোপচার হতে পারে সোমবার!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
তামিমের অস্ত্রোপচার হতে পারে সোমবার! তামিম ইকবাল

ঢাকা: হাঁটুর মিনিসকাস ইনজুরিতে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের অধীনেই চিকিৎসা নিচ্ছেন তামিম ইকবাল। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন  সোমবার অস্ট্রেলিয়ান শল্যবিদ ডেভিড ইয়াংয়ের কাছে তামিম যাবেন।

এরপরই বোঝা যাবে তার অবস্থা।

তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে যদি দেখা যায় অপরাশেন করা প্রয়োজন, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে দেবাশিষ চৌধুরি বাংলানিউজকে জানান, এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সেখানকার চিকিৎসকরা জরুরী মনে করলে কালই অপারেশন হয়ে যেতে পারে। ’

হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা গেছে বাংলাদেশের এই ওপেনারের । তবে নির্বাচকরা তামিমকে বিশ্বকাপ দলে রাখার ব্যাপারে আশাবাদি।

তামিম গত শুক্রবার রাতে  চিকিৎসার জন্যে অস্ট্রেলিয়া যান। যাওয়ার আগে বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।