ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হিসেবী আফ্রিদি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
হিসেবী আফ্রিদি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই হারের পর অজুহাত হিসেবে অনভিজ্ঞতাকে বার বার সামনে এনেছেন আজহার আলী। টি-টোয়েন্টি ম্যাচ হারের পর পাক-অধিনায়ক শহিদ আফ্রিদি অবশ্য সেটাকে সামনে আনতে পারেননি।

কারণ, টি-টোয়েন্টি দলে আফ্রিদি ছাড়াও উমর গুল, সোহেল তানভীর, সাঈদ আজমল, আহমেদ শেহজাদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন। ’

পাকিস্তান দল এই মুহুর্তে ওয়ানেডের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি ভাল- বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেছিলন আফ্রিদি। ম্যাচ হারের পর আফ্রিদি বলেন, ‘আমাদের শুরু ভালো হয়নি। বাংলাদেশ বোলাররা খুব ভালো বল করেছে। ’

হারের কারণ প্রসঙ্গে আফ্রিদি বলেন,‘আমরা পার্টনারশিপ গড়তে পারিনি-যা ব্যাটিংয়ে খুব গুরুত্বপূর্ন। আমরা হয়তো ১০-১৫ রান কম করেছি। তবে লড়াই করার মতো ছিল। বোলাররা যদি ভালো করতো তাহলে বাংলাদেশের ম্যাচ জয়টা এত সহজ হতো না। ’

আফ্রিদি সচরাচর সাত নম্বর পজিশনে ব্যাটিং করলেও শুক্রবারের ম্যাচে তিন নম্বরে নামেন আফ্রিদি। মাত্র ১২ রান করে অভিষিক্ত মুস্তাফিজের বলে উইকেটরক্ষক মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন এই পাকি-অধিনায়ক।

তিন নম্বর পজিশনে কেন নামা-পাকিস্তানী এক সাংবাদিকের এমন প্রশ্নে আফ্রিদি বলেন, ‘দলের প্রযোজন ও কন্ডিশনের প্রয়োজনেই আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। ওই সময় দ্রুত রান তোলা প্রযোজন ছিল। ’

নিজের আউট নিয়ে আফ্রিদি সন্তুষ্ট নন। আফ্রিদি মনে করেন বলটি তার ব্যাটে লাগেনি। হতাশা নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ভুল ডিসিশন পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আইসিসির ম্যাচ রেফারি এটা দেখবে। হয়তো তারা ওটা নোট করেছে। আমি নিশ্চিত, ওটা আউট ছিল না। ’

এমন অজুহাত দেখিয়ে হয়তো বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকে আড়ালই করলেন আফ্রিদি! একপেশে ম্যাচ জেতা বাংলাদেশ দল কেমন খেললো, কী কী জায়গায় উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। এমন অনেক প্রশ্ন জমা ছিল সাংবাদিকদের কাছে।

মাত্র চার-খানেক প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে আপন মনেই বেরিয়ে গেলেন সম্মেলন কক্ষ থেকে। সময় নিয়ে যেন খুব হিসেবী হয়ে উঠেছেন তিনি। যেন রাতেই পাকিস্তানের বিমান ধরতে হবে আফ্রিদিকে! বেশি সময় দিলে হয়তো বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাতে হতো তাকে। পুরো ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে বাংলাদেশের দাপট ছাড়া তেমন কিছুই তো ছিল না!

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।