ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলিভেন পাঞ্জাবকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসলো চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের করা ১৯২ রানের বিপরীতে মাত্র ৯৫ রানেই শেষ হয় পঞ্জাবের ইনিংস।



১৯৩ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে চেন্নাই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার ভিরেন্দ্র শেওয়াগ। এছাড়া অন্য কোন ব্যাটসম্যান ১৫ রানের বেশি করতে পারেনি। নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ৯৫ রান করে দলটি।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান রবিন্দ্র জাদেজা। আর দুটি করে উইকেট পান আশিস নেহেরা ও রবিচন্দ্রন আশিন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে বড় সংগ্রহ দাড় করায় স্বাগতিকরা। ম্যাককালাম ৪৪ বলে আট চার তিন ছয়ে ৬৬ রান করেন। এছাড়া ৪১ রান আসে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে।

ম্যাচ সেরা হন ম্যাককালাম।

ছয় ম্যাচ খেলে পাঁচটি জয় ও একটি হারে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই। আর সমান ম্যাচে দুই জয় ও চার হারে টেবিলের তলানিতে রয়েছে পাঞ্চাব।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।