ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে সিরিজ জেতালেন শাদাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
পাকিস্তানকে সিরিজ জেতালেন শাদাব ছবি:সংগৃহীত

লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের হার প্রায় নিশ্চিত হয়েছিল। তবে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি চমৎকার ব্যাটিং করে দলকে সিরিজ জেতান শাদাব খান। আবুধাবিতে তিন ম্যাচে টি-টোয়েন্টির দ্বিতীয়টি দুই উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান।

এদিন প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। সর্বোচ্চ ২৮ রান করে রান আউট হন অধিনায়ক সরফরাজ আহমেদ। ২৭ রান আসে ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে। তবে শেষ দিকে আট বলে একটি চার ও একটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শাদাব। লঙ্কান বোলারদের মধ্যে থিসারা পেরেরা সর্বোচ্চ তিন উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে সফরকারী শ্রীলঙ্কা। হাফসেঞ্চুরি করেন (৫১) ওপেনার গুনাথিলাকা। তবে প্রথম তিন ব্যাটসম্যানের পর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে স্কোর আর লম্বা করতে পারেনি দলটি।

তিন ওভারে ১৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে ফাহিম আশরাফ। এই তিন উইকেট ছিলো ফাহিমের হ্যাটট্রিক উইকেট। প্রথম পাকিস্তানি হিসেবে টি-২০তে হ্যাটট্রিক পেলেন তিনি।  হাসান আলী নেন দুটি। তবে দারুণ ইকোনোমিতে মাত্র ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নেন শাদাব। ম্যাচ সেরার পুরস্কারও তিনি পান।

দু’দলের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। এ ম্যাচের মধ্যদিয়ে পূর্ণ শক্তির কোনো টেস্ট দল দীর্ঘ সময় পর পাকিস্তান সফর করছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।