এই রান সংগ্রহ করতে সোহাগ খেলেছেন ১০৪টি বল। যেখানে ছিলো ১৩টির চার ও একটি ছয়ের মার।
সোহাগ গাজীর পরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রাহক দলের মিডল অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ নুরুজ্জামান। দিন শেষে ৫১ রানে তিনি অপরাজিত আছেন। আর ব্যক্তিগত ৫০ রানে তানভির হায়দারের ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে ফিরেছেন টপ অর্ডারের আল-আমিন।
এদিকে রংপুরের হয়ে বল হাতে শুভাশিষ রায় ও তানভির হায়দার ২টি করে এবং সাজেদুল ইসলাম ও আরিফুল হক নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বরিশাল বিভাগ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস