বিদায়ী বছরটাতেও ব্যস্ত সূচি পার করেছে বাংলাদেশ দল। আরও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মাশরাফি-সাকিবরা।
আসন্ন দু’টি সিরিজ শেষে বিদেশের মাটিতে সম্ভাব্য টানা চারটি সফরে সামর্থ্যের প্রমাণ দিতে হবে টিম বাংলাদেশকে। বছরের শেষটা হবে হোম ভেন্যুতে। নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। ভুলে থাকার মতো দক্ষিণ আফ্রিকা ট্যুর দিয়ে ২০১৭ সাল শেষ করেছিল লাল-সবুজের জার্সিধারীরা।
আগামী ১৫ জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবিলা করবে বাংলাদেশ। চারদিন পর শ্রীলঙ্কা ম্যাচ। প্রত্যেক টিম দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ট্রাইনেশনের পর ৩১ জানুয়ারি চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু। মিরপুরে দ্বিতীয় টেস্ট ৮ ফেব্রুয়ারি থেকে। দু’টি টি-টোয়েন্টি ১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে।
এক নজরে দেখে নিন ২০১৮ সালে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি (সময়, প্রতিপক্ষ ও সিরিজ-টুর্নামেন্ট):
জানুয়ারি – জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা – মিরপুরে ত্রিদেশীয় সিরিজ
ফেব্রুয়ারি – শ্রীলঙ্কা – মিরপুর, চট্টগ্রাম, সিলেটে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ
মার্চ – শ্রীলঙ্কা ও ভারত – কলম্বোয় ত্রিদেশীয় টি-২০ সিরিজ
জুন – ওয়েস্ট ইন্ডিজ – এখনো ক্যারিবিয়ান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত নয়
সেপ্টেম্বর – অংশগ্রহণকারী দল ও সূচির দিনক্ষণ ঠিক করা হয়নি – এশিয়া কাপ
সেপ্টেম্বর – অস্ট্রেলিয়া – অস্ট্রেলিয়া সফরে ২টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
নভেম্বর ও ডিসেম্বর – ওয়েস্ট ইন্ডিজ – ক্যারবীয়দের পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৮
এমআরএম