ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম  বাবর আজম/ছবি: সংগৃহীত

মাঠে ও মাঠের বাইরে বাবর আজমের সময়টা ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

এরপর আবার ইনজুরিতে নিউজিল্যান্ড সফর থেকেই ছিটকে যান।  

তবে বছরের শুরুতে সুসংবাদ পেলেন পাকিস্তানের অধিনায়ক। পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও ঘরে তুলেছেন। শুধু কি তাই, বছরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০২ রানের অনবদ্য ইনিংসের জন্য বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ফাওয়াদ আলম।  

সেরা নারী ক্রিকেটার হয়েছেন আলিয়া রিয়াজ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কামরান ঘুলাম।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।