ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে শেষ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আইআইইউসিতে শেষ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স সমাপনী বক্তব্য দেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শেষ হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০২৩।  

ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর উদ্যোগে আয়োজিত ‘এনভিশনিং দ্য ফিউচার: টিচিং ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার’ বিষয়ের ওপর দুই দিনব্যাপী কনফারেন্স এর সমাপনী অনুষ্ঠান শনিবার (২১ জানুয়ারি) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ সমাপনী বক্তব্যে বলেন, ভবিষ্যৎ বিনির্মাণে ভাষা এবং সাহিত্য একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার কাজ এ সম্মেলনের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছে। শতাধিক গবেষক তাদের গবেষণাপত্রের মাধ্যমে এই দুরূহ কাজটি সুচারুরূপে সম্পাদন করার প্রচেষ্টা দেখিয়েছেন।

ভবিষ্যৎকে বসবাসযোগ্য, জীবনমুখী এবং বাস্তবসম্মত করে গড়ে তোলার জন্য গবেষকরা নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন।  

আইআইইউসির ট্রেজারার ও ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কনফারেন্স এর সমাপনী অনুষ্ঠানে কী-নোট স্পিকারের বক্তব্যে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ এ. কাইউম সাহিত্যকে পিছিয়ে ফেলে ভাষাকে নিয়ে শুধুমাত্র এগিয়ে না গিয়ে, দুটোকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।  

যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো অ্যালেন স্টুয়ার্ট ভাষার বহুমাত্রিকতা, প্রয়োজনীয়তা, দৈনন্দিন ব্যবহার এবং বিভিন্ন দেশে ভাষার যে রূপ দাঁড়িয়েছে তা তুলে ধরেন।

মালয়েশিয়ার এলহাম আফনান ট্রেইনিং হাবের এসোসিয়েট প্রফেসর ড. সুরাইনি মোহাম্মদ আলী প্রবলেম বেসড লার্নিং এর পরিবর্তে হাইব্রিড প্রবলেম বেসড করে পঠন-পাঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে আরও উপস্থিত ছিলেন আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ড. সানাউল্লাহ আল-নদভী, যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো মিমি মারসটলার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. রুকন উদ্দিন, আইআইইউসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ছরওয়ার আলম ও এরাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, শিক্ষক-শিক্ষকা ও কর্মকর্তাবৃন্দ। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো. আজিজুল হক।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।