ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ক্যাফেতে আগুন, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নগরে ক্যাফেতে আগুন, দগ্ধ ৩ ...

চট্টগ্রাম: নগরের খুলশী এলাকায় ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ জন দগ্ধ হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন হলি ক্রিসেন্ট এলাকার পাশের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

দগ্ধ তিনজন হলেন- মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০), মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ হোসাইন বাংলানিউজকে বলেন, ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফের ভিতর আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।  

আগুনে দগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাফের ম্যানেজার নিয়ে যান বলে জানিয়েছেন তিনি।  

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজারকে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।