ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি চোর ডাকাত দিয়ে দল ভারি করতে চায় না: মীর হেলাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বিএনপি চোর ডাকাত দিয়ে দল ভারি করতে চায় না: মীর হেলাল

চট্টগ্রাম: বিএনপি জাতীয় কমিটি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, মানুষ জানে দুঃসময়ে কারা বিএনপির প্রকৃত সৈনিক ছিল। কোন দালাল, চোর, ডাকাত কখনো বিএনপির বা জিয়ার সৈনিক হতে পারে না।

আমরা কোন চোর ডাকাত দিয়ে দল ভারি করতে চায় না। দুঃসময়ে যারা মাঠে ছিলাম তারাই প্রকৃত সৈনিক।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন দেশীয় সংস্কৃতি রক্ষায় ‘জাসাস’ অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধুই গান বাজনা নয়, সংস্কৃতির মাধ্যমে একটি জাতিসত্তার পরিচয় প্রতিফলিত হয়।

জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহ সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সাইন্সের অধ্যাপক ড. শফিকুল  ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ শুক্কুর প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক  গান ও নৃত্য পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।