চট্টগ্রাম: চন্দনাইশে স্কুলের শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সালমা আদিল ফাউন্ডেশন’।
সম্প্রতি জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়ে অসচ্ছল এবং মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণে শিক্ষা সহায়তা তহবিল বিতরণ করে ফাউন্ডেশনটি।
শিক্ষা সহায়তা কর্মসূচি নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল বলেন, দেশের অর্থনৈতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পেছনে থাকা জনগোষ্ঠীকে শিক্ষায় সহায়তা করার বিকল্প নেই। কাউকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না।
ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক কর্মসূচির সমন্বয়ক নোটন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপল কান্তি সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, জ্যেষ্ঠ শিক্ষক সাধন কুমার বড়ুয়া, শ্যামল ভট্টাচার্য্য ও সাহেল রানা।
পরে উপজেলার জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ফতেনগর উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় সালমা আদিল ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি