ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকাসহ নানা অভিযোগে নগরের কাঠগড় এলাকার ভারটেক্স কন্টেইনার ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠানটির পেট্রোল পাম্পের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া ২২ বছর ধরে ডিপো পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোনো ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ।

এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি২০, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।