ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে পাচঁশ’ পরিবারে ত্রাণ সহায়তা বিজিবির 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
শোক দিবসে পাচঁশ’ পরিবারে ত্রাণ সহায়তা বিজিবির  ...

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গরিব ও দুস্থ পাচঁশ’ পরিবারে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে চন্দনাইশ উপজেলার মৌলভীবাজার বরকল সামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।

চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাম্প্রতিক বন্যায় চন্দনাইশ উপজেলার বন্যাদুর্গত এলাকায় গরিব ও দুস্থ পাচশ’ পরিবারে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে চাল, তেল, মরিচ, মসলা ইত্যাদি রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।