ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আপসহীন কর্মীরাই নৌকাকে বিজয়ী করবে: লতিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আপসহীন কর্মীরাই নৌকাকে বিজয়ী করবে: লতিফ ...

চট্টগ্রাম: বন্দর পতেঙ্গা আসনে টানা তিনবারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, বড় বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৮ সালে আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছিলেন, আমাকে আর আমার নৌকাকে ফেলে চলে যাবি নাতো? আমি ফুফুকে  বলেছিলাম, আমি আপনাকে অবশ্যই ছেড়ে যাবো যেদিন চার বেহারা আমাকে কফিনে করে কবরস্থানে নিয়ে যাবে। আমি আমার কথা রেখে চলছি, আমৃত্যু যেন আমি সে কথা রেখে ইমান নিয়ে মরতে পারি সেই দোয়া করবেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ২৮ নম্বর পাঠানটুলি  ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিস্ময়কর বঙ্গবন্ধু টানেল নির্মাণ করে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের চোখে এক অনন্য বাংলাদেশকে পরিচিত করেছে।

অগ্রযাত্রার এই চলমান ধারা সুনিশ্চিত করতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ১৫ বছর ধরে শত ঝড় তুফান মোকাবিলা করে আমি শক্ত হাতে বঙ্গবন্ধুর নৌকাকে সম্মান নিয়ে আগলে রেখেছি। নেত্রীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পাস করেছি বলেই চতুর্থবারের মতো আমার হাতে নৌকা তুলে দিয়েছেন, আজীবন উজান ঠেলে এগিয়ে যাওয়া নৌকা কখনোই পথ হারাবে না। আমার হাতে তুলে দেওয়া নৌকা আমি আজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার প্রশ্নে আপসহীন কর্মীরাই নৌকাকে বিজয়ী করে আনবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।