চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহেশখালীর ছাত্র-জনতা।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আমার বোনের সম্মানহানি যারা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আশেকুল ইসলাম আকাশের সঞ্চালনায় মহসিন কলেজ শিক্ষার্থী মো. আজমগীরের সভাপতিত্বে চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ বাইজিদ হোসাইন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সায়েদ মোস্তাফিজ আলম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম নগরের সভাপতি আবু হানিফ নোমান, হাটহাজারী কলেজের শিক্ষক মাসুক ইলাহি, জেলা সমন্বয়ক মো. আরমান শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসির উদ্দীন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মুহাম্মদ মুহসিন, এমইএস কলেজ শিক্ষার্থী সায়েদ হোছাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ত্বকি ওসমান, চট্টগ্রাম সিটি কলেজ শিক্ষার্থী আবুল কাসেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
বিই/টিসি