ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে ...

চট্টগ্রাম: প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সভাপতি ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত বলেছেন, মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।  

মঙ্গলবার (২৬ মার্চ) চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গভর্নিং বডির সদস্য ঝুলন কুমার বৈষ্ণব, মোহাম্মদ নূরুল হাসান, সবুজ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক প্রভাষক সুচিত্রা চৌধুরী।

সঞ্চালনা করেন স্কুল শাখার সহকারী শিক্ষক কাঞ্চন কুমার দাশ ও কেতকী সেনগুপ্তা।  

অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ২৬ মার্চ, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।