ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বেলা ২টার দিকে নূরন্নবী হাউজিং সোসাইটির পেছন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মনির, একই থানার পূর্ব ষোলশহরের মিজান হোসেনের ছেলে।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, গত রোববার বিকেল ৫টার দিকে মনির পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়।

 রাতে বাসায় ফিরে না আসায় সোমবার মনিরের মা হালিমা থানায় জিডি করেন।

মঙ্গলবার (২৮ মে) বেলা দুইটার দিকে মনিরের মরদেহ এক কিলোমিটার এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিদ্যুৎস্পৃষ্টে মনিরের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি আমরা। থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬  ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।