ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৩ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোরবানিগঞ্জ এলাকায় নির্মাণাধীন এক বিদ্যালয়ের ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৩ শ্রমিক 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে।  

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, নির্মাণাধীন বিদ্যালয় ভবনটিতে ওই শ্রমিক কাজ করছিলেন।

অসাবধানতায় বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ শ্রমিক আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।