চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের এ সহানুভূতিকে কাজে লাগিয়ে গলায় ছুরি মারলে তাহলে আমরা তাকে নিস্তার দিবো না।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের নামাজে জানাজায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা ভারতে গিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। শহীদের রক্তের উপর মাড়িয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী গোষ্ঠীকে এ বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বিই/পিডি/টিসি