ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

চট্টগ্রাম: প্রায় ৯ বছর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় কারামুক্ত হন আসলাম চৌধুরী।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আসলাম চৌধুরী কারাগারে ছিলেন।

জামিনে সকল কাগজ-পত্র যাচাই-বাছাই করে মঙ্গলবার সকাল দশটায় তিনি কারাগার থেকে বের হন।  

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মো.আসলাম চৌধুরীকে ৭৬ টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে  কারাবন্দী রাখা হয়। ৭৫টি মামলায় জামিন হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রাখে সদ্য সাবেক স্বৈরশাসক। ঐ মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্র পক্ষ চেম্বার জজে আপীল করে জামিন স্থগিত করা হয়। ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধী সুপ্রিম কোর্টের  আপীল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপীল খারিজ করে দিয়েছেন।

প্রসঙ্গত, আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে  ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।