ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সবজির জোগান ও মজুদ পর্যাপ্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
‘সবজির জোগান ও মজুদ পর্যাপ্ত’

চট্টগ্রাম: ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির পর বাজারে ক্রমে বাড়ছে সবজির সরবরাহ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে এমন চিত্র উঠে এসেছে।

 

রোববার (২৫ আগস্ট) নগরেরর রিয়াজউদ্দিন বাজারে তদারকি অভিযান পরিচালনা করে অধিদপ্তর।  

অধিদপ্তরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, তদারকিকালে কাঁচামরিচ পাইকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ও খুচরায় ৩৫০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

অন্যান্য সবজির জোগান ও মজুদ পর্যাপ্ত দেখা গেছে।  

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে ৬টি  দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে অধিদপ্তরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।