ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ  সংগৃহীত ছবি।

চট্টগ্রাম: রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার জেরে 
চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

পরে সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে।

সাব্বির ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হওয়ার সময় বাস তাকে মেরে দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বাসচালককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাবো।

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা যাতে করা হয় সে ব্যবস্থা করতে হবে। একই সাথে শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজও চায়।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করেছি। বাসটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।