ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির হলের দুর্নীতি তদন্তসহ শিক্ষার্থীদের ৭ দফা দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
চবির হলের দুর্নীতি তদন্তসহ শিক্ষার্থীদের ৭ দফা দাবি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হলের বাজেট সংক্রান্ত দুর্নীতি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা ৭ দফা দাবি উত্থাপন করেন।

এসময় শিক্ষার্থীরা খাবারের সমস্যা, বাজেট সংক্রান্ত দুর্নীতি তদন্ত, পানির সমস্যাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) বরাবর ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

 

দাবিগুলো হল: 

এএফ রহমান হলের নিম্নমান সহকারী কায়সারকে বিশ্ববিদ্যালয় এবং হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা। হলের বাজেট বিষয়ক দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা। জরুরি ভিত্তিতে হলের পশ্চিমপাশের টয়লেটের কাজ সম্পন্ন করা এবং আয়রন মুক্ত, সার্বক্ষণিক নিরাপদ পানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। হলে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। হলের মসজিদের জন্য নতুন অজুখানা স্থাপন করা। হল থেকে সেন্ট্রাল মসজিদে যাওয়ার পথ সংস্কার এবং নতুন সিড়ি স্থাপনের পদক্ষেপ নেয়া। স্থায়ী ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করা এবং নতুন বেঞ্চ স্থাপনসহ হলের মাঠ সংস্কার করা। হলের বাইরে সাইকেল এবং বাইক স্ট্যান্ড স্থাপন করা।

লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মশিউর রহমান বাংলানিউজকে বলেন, এএফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা গত ২৯ অক্টোবর প্রভোস্ট স্যারের সঙ্গে দেখা করে এবং হলের সামগ্রিক উন্নয়ন বিষয়ক ২১ দফা দাবী তুলে ধরি। সেসময় স্যার আমাদের কিছু বিষয়ে কাজ চলমান রয়েছে বলে অবগত করেন এবং অন্যান্য কাজের জন্য হলের বাজেট ঘাটতির কথা বলেন। অনেকগুলো বিষয়ে প্রভোস্ট ব্যবস্থা নিতে অপরাগতা প্রকাশ করে বলেছিলেন এ বিষয়গুলো হল প্রশাসনের হাতে নেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন এবং প্রকৌশল বিভাগ এটার দায়িত্বে রয়েছে।  

তিনি আরও বলেন, হলে আসন বরাদ্দের পর দীর্ঘ সময় ধরে হলের ওয়াইফাই সমস্যা, পরিচ্ছন্নতা, পানির সমস্যা, বাথরুমের কাজসহ বিভিন্ন কাজে ধীর গতির কারণে আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ হলের সামগ্রিক উন্নয়ন এবং সংস্কার কাজের অগ্রগতি নিশ্চিত করার লক্ষে ৭ দফা দাবী নিয়ে এ এফ রহমান হলের গেট অবস্থান নিই আমরা। কেন্দ্রীয় প্রশাসনের নিকট আমরা যেই ৭ দফা দিয়েছি, সেগুলো দ্রুত বাস্তায়নের জোর দাবী জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।