ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্দিষ্ট সময়ে ছাত্রাবাস না খোলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
নির্দিষ্ট সময়ে ছাত্রাবাস না খোলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ...

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ২টায় ছাত্রাবাসে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ।

যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

আবির নামে এক শিক্ষার্থী বলেন, বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়।

তা ছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করা হোক। দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রাবাস খোলার সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি তার সঙ্গে একাত্মতা রযেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উপাচার্য প্রকৌশলী মো. ইয়াছিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।