চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অভ্যুত্থানের দেড় মাস পর গত ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি নিয়ে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি ও সেক্রেটারি। এবার সংগঠনটি তাদের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন শহীদ মামুন স্মৃতি পাঠাগার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনটি তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে।
কমিটির সদস্যরা হলেন:
ছাত্রশিবির চবি শাখার সভাপতি নাহিদুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম, অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এসএম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক ইসহাক ভূঁইয়া, পাঠাগার বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন এবং সহ-স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকায় থাকা চবির চারজন সমন্বয়ক হলেন, মোহাম্মদ আলী, ইসহাক ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম, মোনায়েম শরীফ ও সহ-সমন্বয়ক হাবিবুল্লাহ খালেদ।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীরা আমাদেরকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। যার কারণে প্রোপাগাণ্ডা চালানোর মধ্য দিয়ে তাদের মাঝে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করতে সক্ষম হয়েছে একটি মহল। ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থে যদি কোনো আন্দোলন হয় তাহলে সবসময় পাশে থাকবে। এক্ষেত্রে নিজেদের ব্যানার বা নাম ব্যবহারের চেয়ে আন্দোলনের লক্ষ্যটাকে গুরুত্ব দিবে। আগামী দিনেও সকল যৌক্তিক আন্দোলনে আমরা হয় সমর্থন দিবো, অন্যথায় সরাসরি সম্পৃক্ত হবে।
মতবিনিময় সভায় ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রশিবির সবসময় সোচ্চার ছিলো, থাকবে। ৫ আগস্টের পর থেকে কোনো ক্যাম্পাসেই ছাত্রশিবির কোনো মিছিল বা মহড়া দেয়নি। আমরা হল দখলের রাজনীতিতে জড়াবো না। ছাত্রশিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করুক। সবাই নিজের আদর্শের ভিত্তিতে দল নির্বাচন করুক। ছাত্রশিবিরের আদর্শ কারো কাছে ভালো লাগলে সে আমাদের এখানে আসতে পারে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএ/পিডি/টিসি