ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে বিএনপি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে বিএনপি  ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত) ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম মামুন মিয়া।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে উপস্থিত হয়ে বিএনপির এই নেতা ক্ষতিগ্রস্তদের ১৯ বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

এসএম মামুন মিয়া বলেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্যসচিব হাজি মো. ওসমান, সদস্য এজাবত উল্লাহ, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফ, সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সি, জেলা যুবদলের সহ-সভাপতি ছালেহ্ জহুর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো. জসিম উদ্দীন জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হক সাধু, মো. হাসেম, মো. ইলিয়াছ মেম্বার, শ্রমিক দলের সদস্যসচিব মনির উদ্দীন, ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার, মো. জসিম উদ্দিন মেম্বার, মো. সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা হাসান মুরাদ, ইকবাল সাইদুল, ছাত্রদল নেতা ইফতেখার, জাহেদ, পারভেজ, কামরুলসহ চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

সোমবার কর্ণফুলীর চরলক্ষ্যার হাশেম মেম্বারের দোকান এলাকার জামাল বাপের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৯ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।