ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
পটিয়ায় দুইজনের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: পটিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ইন্দ্রপুল ও দুপুর সাড়ে ১২টায় হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে একটির পরিচয় পাওয়া গেলেও অন্যটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, চরকানাই এলাকার একটি পুকুর থেকে বদি আলম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ২ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। তবে তারা থানায় কোনো নিখোঁজ ডায়েরি করেননি। তার মুখে একটু আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের দাবি উনি (মরদেহ) মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বম ১০, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।