ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চায়: নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
জামায়াত জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চায়: নজরুল ইসলাম ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ও পরিবেশবিদ মো. নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী অতীতসহ সবসময় স্বৈরাচার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। নানা ষড়যন্ত্র ও বাধা মোকাবেলা করে জামায়াতে ইসলামী জনসমর্থিত সংগঠন হিসেবে কাজ করে যাবে।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল ও কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে।

তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। হাজারো ছাত্র-জনতার শাহাদতের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার পলায়নের পর ইসলামি আন্দোলনের কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য কর্মীদের সঠিক জ্ঞান ও যোগ্যতা অর্জন করে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা অর্জন করতে হবে। পাশাপাশি প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। ইসলামি আন্দোলনের দায়িত্ব আসার পর সবাইকে দীনের জিম্মাদারির অনুভূতি লালন করতে হবে, তাহলে আল্লাহর রহমত অবধারিত।

এনায়েতবাজার ওয়ার্ড জামায়াতের আমির ডা. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার আমির আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ।

আমির হোসাইন বলেন, সমাজের সব শ্রেণির মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর পাশাপাশি পরিবারের সদস্যের মাঝেও ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরে তাদের সংগঠনে যুক্ত করতে হবে। কর্মীরা দৃঢ় চেষ্টা অব্যাহত রাখলে সাংগঠনিক মজবুতি অর্জন হবে। ইসলামি আন্দোলনের কর্মীদের সঠিক এবং যথাযথ জ্ঞান অর্জন করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন ওয়ার্ড সেক্রেটারি মো. জামাল উদ্দীন, মাওলানা শওকত আলী, শিল্পপতি আশরাফ উদ্দীন মোহাম্মদ জুবায়ের, ফোরকানুল ইসলাম আলমগীর, মফিজুর রহমান নিজামী, জাহাঙ্গীর আলম টিপু, হাফেজ শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।