ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুস্থতার জন্য খেলাধুলায় সম্পৃক্ত থাকা উচিত: ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
সুস্থতার জন্য খেলাধুলায় সম্পৃক্ত থাকা উচিত: ডা. শাহাদাত  ...

চট্টগ্রাম: মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, আইনজীবীরা পেশাগত ব্যস্ততার মাঝেও খেলাধুলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সুনাম অর্জন করে আসছেন। খেলাধুলা শারীরিক কার্যকলাপ প্রদর্শনের উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়।

শরীরের সুস্থতা ও মনের বিকাশের জন্য ক্রীড়াঙ্গন তথা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা প্রত্যেকের উচিত।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরের বাকলিয়া স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক আন্তঃআইনজীবী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনজীবী সমিতি খেলা ও সাংস্কৃতিক বিকাশে যেসব পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন বলেন, প্রতিবছরের মতো আইনজীবীরা পেশাগত দায়িত্বের পাশাপশি মনমানসিকতা উন্নত রাখার জন্য প্রতিনিয়ত ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত আছেন।  


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

ক্রিকেট প্রতিযোগিতা সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মো. আবদুল কাদের, সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক মো. আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী রায়হান, শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী ও আয়শা আকতার সানজি প্রমুখ।

এবারের ক্রিকেট প্রতিযোগিতায় ২২টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলা কোর্ট ওয়ারিয়র্স এবং দি রকার্সের মধ্যে অনুষ্ঠিত হয়।  খেলায় কোর্ট ওয়ারিয়র্স ৪৩ রানে জয়লাভ করে। অপর খেলায় অংশগ্রহণ করে টিম কোয়েশ্চান অব ল বনাম ডি জুরি ফাইটার্স। এতে টিম কোয়েশ্চান অব ল ১৭০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।