ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক মোহাম্মদ আমিরুল হক

চট্টগ্রাম: ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক ২০২৫-২৬ মেয়াদের জন্য এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (LOAB) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই পদে আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

 

আমিরুল হক প্রায় চার দশক ধরে বাণিজ্য ও শিল্প খাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক।

দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্য তেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিল্পখাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ছিলেন। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সরকার কর্তৃক সিআইপি হিসেবে নির্বাচিত হন।

আমিরুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্বায়নের আলোকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে বাংলাদেশের জন্য একটি টেকসই অর্থনীতি গঠনে অনবদ্য ভূমিকা রেখে আসছেন তিনি।  

দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা তার জীবনের অন্যতম নীতিগত লক্ষ্য এবং প্রতিনিয়ত তিনি এই লক্ষ্যে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।