চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুল হকের সহযোগী মহানগর যুবলীগ নেতা মো. এরশাদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এরশাদ (৪০) নগরের চান্দঁগাও থানাধীন উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, চান্দগাঁও থানার মামলায় পলাতক আসামি মো. এরশাদ নগরের মোহরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন এরশাদ।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমআই/টিসি