ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খালেদা জিয়ার সঙ্গে নোমানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
খালেদা জিয়ার সঙ্গে নোমানের সাক্ষাৎ ...

চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন।  

রোববার (৫ জানুয়ারি) রাতে এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

 

সাক্ষাৎকালে আবদুল্লাহ আল নোমান বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, লন্ডনে চিকিৎসা শেষে তিনি সুস্থভাবেই দেশে ফিরে আসবেন-এটাই প্রার্থনা।

চেয়ারপারসন গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।