চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে, অথচ দুর্গাপূজার সময় তারাই হিন্দুদের প্রতিমা ভাঙচুর করে।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে নগরের জামাল খান ওয়ার্ডের আসকার দিঘীর পাড়ে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা-জমি দখলের অভিযোগ পাওয়া যায়নি। বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার বিরুদ্ধে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।
আবুল হাশেম বক্কর আরও বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষের। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। বিএনপির নীতি অনুযায়ী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ভোগ করার নিশ্চয়তা দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসকার দিঘীর পাড় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সভাপতি দীপক চৌধুরী। পরিচালনায় ছিলেন জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতা আশরাফুজ্জামান স্বপন, আবু মো. মহসিন চৌধুরী, জসিম মিয়া, কামাল হোসেন, হাসানুল করিম চৌধুরীসহ হিন্দু ফোরামের নেতারা।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
পিডি/টিসি