চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফিটনেসবিহীন ৬টি গাড়ি মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
তিনি বলেন, অভিযানে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন বাস, রাইডার ও লেগুনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্। সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এদিকে এদিন বিআরটিএ কার্যালয়ে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রীদের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মোট ৩২৮ প্রশিক্ষণার্থীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন, বিআরটিসি ট্রাক ডিপো, বায়েজিদের ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বিই/পিডি/টিসি