চট্টগ্রাম: চলাচলের জায়গা দখল করে সিডিএর নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মঞ্জুর আলম নামে এক ভবন মালিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এমন অভিযোগ করেন নগররে মেহেদীবাগ এলাকার বাসিন্দা শহিদ উল্লাহ।
তিনি অভিযোগ করেন, ১০ তলা ভবনের অনুমতি নিলেও নকশা বর্হিঃভুতভাবে ভবন নির্মাণ করছে মালিক মঞ্জুর আলম। যা সিডিএ’র বিধিমালার লঙ্ঘন।
তিনি আরও জানান, শুধু সিডিএ নয়, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও স্থানীয় কাউন্সিল কার্যালয়েও অভিযোগ দিয়েছি। এর আবারও গত ২৫ নভেম্বর দ্বিতীয় দফা অভিযোগ দেওয়া হয়। ইতোমধ্যে পদক্ষেপ হিসেবে সিডিএ ওই ভবন মালিককে শোকজ করে। কিন্তু এরপর কোনো অগ্রগতি দেখা যায় নি। নকশা না মেনে এমন ভবন নির্মাণ ভবিষ্যতে আমাদের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করবে। শুধু তাই নয়, ভবন মালিকের এমন আচরণে আমাদের অধিকার খর্ব হচ্ছে। আমরা আশা করবো সিডিএ’র এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাস নিবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমআর/পিডি/টিসি